ফেসবুক   |  ফোন  ০১৩০৪ ১০১৫৮৮,   ০১৮৯৪ ০৯৯৯৯৭

   নতুন পন্য   

   বিশেষ পন্য   

   বই   

   মাকতাবায়ে ইলিয়াস   

   পাঠ্যবই   

   ভেষজ পন্য   

স্পেশাল পণ্য

   
CTA Image 01

# এই মহামারিতে শিক্ষকদের ভূমিকা রাখা ইমানি দায়িত্ব #

মানুষের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। ফেরেশতারা বলেছিলেন, ‘হে আল্লাহ, আপনি পবিত্র! আপনি যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনোই জ্ঞান নেই; নিশ্চয় আপনি মহাজ্ঞানী ও কৌশলী।’ (সুরা-২ বাকারা, আয়াত: ৩২)। বিশ্বমানবতার শিক্ষক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ওহির প্রথম নির্দেশ ছিল, ‘পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন “আলাক” হতে। পড়ো, তোমার রব মহাসম্মানিত, যিনি শিক্ষাদান করেছেন লেখনীর মাধ্যমে। শিখিয়েছেন মানুষকে যা তারা জানত না।’ (সুরা-৯৬ আলাক, আয়াত: ১-৫)। ‘দয়াময় রহমান (আল্লাহ)! কোরআন শেখাবেন বলে মানব সৃষ্টি করলেন; তাকে বয়ান করা শেখালেন।’ (সুরা-৫৫ রহমান, আয়াত ১-৪)।

     

       এইমাত্র দেখা পন্যগুলি